নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে উপজেলা পরিষদের উদ্যোগে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর সভাপতিত্বে এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, ইউনুছ আলী দেওয়ান, শহীদ উল্লাহ তালুকদার মুকুল, আসাদুজ্জামান মাস্টার, একেএম মাহবুবুর রহমান রিটন, মিজানুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সূধী মহল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আরিফুর রহমান ২৯তম বিসিএস-এ (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১২ সালের জুনে ভোলা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নেত্রকোনার মদন উপজেলা ও জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৪ জুলাই পদোন্নতি পেয়ে তিনি নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। ইউএনও আরিফুর রহমান প্রজাতন্ত্রের কাজের পাশাপাশি নালিতাবাড়ীতে গণমানুষের কল্যাণে গত দুই বছর নিরলসভাবে কাজ করে সকলের প্রিয়ভাজন হয়ে ওঠেন। বর্তমানে তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে যোগদান করার কথা রয়েছে।