1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

সাড়ে পাঁচ মাসের ব্যবধানে নালিতাবাড়ীর প্রধান মন্দিরে দূধর্ষ চুরি

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : প্রায় সাড়ে পাঁচ মাসের ব্যবধানে নালিতাবাড়ীর হিন্দু ধর্মবলম্বীদের প্রধান মন্দির শহরের গোপাল জিউর মন্দিরে দূধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতের কোন এক সময় এ চুরি সংগঠিত হয়।
মন্দির কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে গোপাল জিউর মন্দির ও লোকনাথ মন্দিরের মোট ১৩টি তালা ভেঙ্গে ঠাকুরের সব গয়না, প্রণামী বাক্স ও দান বাক্সের সব টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, চুরির আলামত নষ্ট করতে মন্দিরপ্রাঙ্গনে থাকা সিসি ক্যামেরা, এর হার্ডডিস্কসহ ডিভিআরও নিয়ে যায় চোর চক্রটি। সবমিলে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়। মঙ্গলবার ভোরে পুঁজা করতে এলে ব্রাহ্মণ বিষয়টি টের পান। মন্দির কর্তৃপক্ষ আরও জানান, চলতি বছরের গত ২২ মার্চ একই মন্দিরে চুরি সংগঠিত হয়।
এদিকে চুরির সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ ময়মনসিংহ সিআইডি’র ফরেনসিক টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, আমরা বিশেষ কিছু ক্লু পেয়েছি। আশা করছি খুব দ্রুত এর সমাধান করতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com