1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় উৎসব আমেজে মহিপুর ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
Exif_JPEG_420

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ: মালেক আকন্দ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: ফজলু গাজী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ আসনে নারী সহ ৩৬ জন এবং সংরক্ষিত নারী আসনে ৮জন নারী বুধবার নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি বলে বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ নিশ্চিত করছেন।
স্থানীয় একটি সূত্র জানায়, মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে কেউ মনোনয়ন পত্র জমা না দেয়ায় মহিপুরে বিএনপি’র কোন প্রার্থী পাওয়া যায়নি বলে গুঞ্জন। তবে স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজীই মূলত বিএনপি’র প্রার্থী।
উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ণ মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের তারিখ এবং ২০ অক্টোবর ২০২০ তারিখ ভোট গ্রহণের তারিখ ঘোষনা করা হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!