নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নজরুল ইসলাম নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাকুমা এলাকায় ভোগাই নদীর ব্রীজ সংলগ্ন এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম।
জানা গেছে, প্রশাসনের বারবার করা নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই ব্রিজের নিষিদ্ধ সীমানার মধ্য হতে বালু ব্যবসায়ী নজরুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিকেলে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।