1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার জাল সনদে ঋণ উত্তোলন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

এন এ জাকির, বান্দরবান : বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মঞ্জুর আহমেদ এর বিরুদ্ধে সরকারী পদ ব্যবহার করে এক মহিলাকে নিজের অফিস স্টাফ বানিয়ে ভূয়া প্রত্যয়ন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ জানুয়ারী রুবি প্রু মারমা নামে এক মহিলাকে আর্থিক প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ থেকে ঋণ পাইয়ে দিতে এ প্রত্যয়ন প্রদান করেন তিনি। এতে উল্লেখ করা হয়, জনাব রুবী প্রু মার্মা স্বামী সুইথুইমং মার্মা মাতা ম্্রানুপ্রু মার্মা (মৃত) সাং মধ্যম পাড়া ৫নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা উপজেলা বান্দরবান সদর বান্দরবান পার্বত্য জেলা। তিনি অত্র কার্যালয়ের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অর্গানাইজার (ডিপিও) হিসেবে অদ্যাবধি কর্মরত আছেন। এ প্রত্যয়ন দিয়ে রুবি প্রু মার্মা ব্যুরো বাংলাদেশ বান্দরবান শাখা হতে তিন লাখ টাকা ঋণ নেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, রুবী প্রু মার্মা নামে কোন মহিলা বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কার্যালয়ে কর্মরত নেই।
বিষয়টি নিয়ে বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মঞ্জুর আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রুবি প্রু মার্মা আমাদের এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে চাকরীর জন্য আবেদন করেছে। আবেদন করলেই তো চাকরী হয় না। তার আবেদন আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। করোনার কারনে সেটি স্থগিত হয়ে আছে। তবে মোটামুটি চাকরী হয়ে যাবে। তবে প্রত্যয়ন দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

তিনি বলেন, এরকম কোন প্রত্যয়ন দেয়া হয়নি। তবে দেখলে বলতে পারব। না দেখে বলতে পারব না। হয়ত নাম ভাঙ্গিয়েও করতে পারে। আমার সীলটা মেরে দিল কিন্তু দেখা গেল সইটা আমার না।
তবে এ প্রত্যয়ন জমা দিয়ে ঋণ নেয়া আর্থিক প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ বান্দরবান শাখার ম্যানেজার জাহেদ আজাদ এর সাথে কথা বললে তিনি বলেন, রুবি প্রু মার্মা আমাদের একজন ঋণ গ্রহীতা। সে বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত আছে- এমন প্রত্যয়ন দিয়ে ঋণ নিয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মঞ্জুর আহমেদ এ প্রত্যয়ন পত্র দিয়েছেন। প্রত্যয়ন দেয়ার পর আমাদের অফিসের লোক স্বশরীরে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বান্দরবান কার্যালয়ে গিয়ে সেটি যাচাই করে তারপর ঋণ দিয়েছে।
এ বিষয়ে রুবি প্রুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এদিকে জাল প্রত্যয়ন দিয়ে অর্থ উত্তোলনের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ও ব্যুরো বাংলাদেশ এখনও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। নিজেদের কুকর্ম ধামাচাপা দিতে সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করার লক্ষ্যে উল্টো তথ্য প্রদানকারী সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি দায়ের করেছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী মঞ্জুর আহমেদ।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রত্যয়ন পত্রটি জাল সেটি প্রমাণিত হয়েছে। কারন সহকারী পরিচালক স্বাক্ষরটি তার নয় দাবী করেছে। সুতরাং যে এটি জাল করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, রুবি প্রুর কাছ থেকে বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকের স্ত্রী টাকা পায়। কিন্তু রুবি প্রুর কাছে টাকা না থাকায় সে টাকা দিতে পারছিল না। তখন তার বউয়ের পরামর্শে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তার অফিসের প্রত্যয়ন দিয়ে ব্যুরো বাংলাদেশ থেকে রুবি প্রুকে ঋণ নিয়ে দিয়ে তাদের টাকা উদ্ধার করে।
বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন, একজন সহকারী পরিচালকের নাম দিয়ে কেউ জাল সনদ ব্যবহার করলে সে কোন ব্যবস্থা নিয়েছে কিনা। অন্যথায় একজন সরকারী কর্মকর্তা এভাবে কাউকে প্রত্যয়ন পত্র দিতে পারেন না। এটি বেআইনি। যদি বিষয়টি সত্যি হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর ধরে বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মঞ্জুর আহমেদ বান্দরবানে কর্মরত আছেন। ২০০৬ সালে তিনি অফিস সহকারী হিসেবে বান্দরবান কার্যালয়ে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয়ে একই কার্যালয়ে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে গণশিক্ষা কার্যক্রমে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com