রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার একের পর এক চুরির মত ঘটনা প্রতিদিনই ঘটছে, যা স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে।
গত ১ থেকে দেড় মাসের ব্যবধানে উপজেলার বিভিন্ন অঞ্চলে অসংখ্য চুরি সংগঠিত হয়েছে। এসবের কোন হদিস না পাওয়াতে অপরাধীরা তাদের এ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। বেনাপোল পৌর ছাত্রলীগ নেতা নাসির উদ্দিনের বাড়ি থেকে একটি মটরসাইকেল, নাভারনের দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলাউদ্দীনের বাড়ি থেকে ১টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।
১২ আগষ্ট বুধবার শার্শার নাভারন-সাতক্ষীরা রোডের গিলাপোল মোড়ে একরাতে ৭ দোকানে র্দুসাহসিক চুরি সংগঠিত হয়। দোকানের শাটার ও তালা কেটে আব্দুল মাজেদের দোকান থেকে ৯৫ হাজার, শংকর কুমারের দোকান থেকে ১৩ হাজার টাকাসহ, আর্মি মোঃ রফিকুল ইসলাম, আতাউল ইসলাম টেনা, ইছাহক আলী, আবুল কালাম, কামরুল ইসলাম ও ইব্রাহিমের দোকান থেকে নগত অর্থ ও মূল্যবান পন্যদ্রব্য নিয়ে যায়।
এছাড়া পানবুড়ি বাজার থেকে আব্দুল্লাহ স্টোরের তালা ভেঙ্গে ৫০ হাজার টাকা ও হাড়িখালী মোড় জববারের হোটেল থেকে ৮ হাজার টাকা। ২৪ আগস্ট সোমবার বাগআচড়ার জীবলিতলা মোড় থেকে রাজিয়া ট্রেডার্স থেকে ৫০ হাজার টাকার মালামাল ও ৩টি বাইসাইকেল চুরি হয়।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার বাগআচড়ার সাতমাইল বাজারের পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা এসময় জাহাঙ্গীর ট্রেডার্সের শাটার ও তালা কেটে নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
চোরেরা আনুমািনক রাত ৩টার সময় দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে নগদ ৪৫ হাজার টাকা ৮টি মোবাইল সেট, তার মধ্যে বিকাশে ৯১ হাজার টাকা, নগদে ২১ হাজার টাকা, রকেটে ২০ হাজার ৩শ টাকা, পারসোনালে ৯ হাজার ৫শ টাকা, শিউর ক্যাশ ২১ হাজার টাকা। মোট ১ লক্ষ ৮৬ হাজার চুরি হয়।
একই সময়ে আরো চুরি হয় সাতমাইল বাজারের তাছিম সামি ভ্যারাইটি স্টোরে নগদ ২ হাজার টাকা, হাসপাতাল মোড় ভাই বোন স্টোরে নগদ ৩৫ হাজার টাকা এবং সাইদুর স্টোরে নগদ ৫ হাজার টাকার মালামাল। পাঁচ দোকানের সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
১৭ই সেপ্টেম্বর শুক্রবার রাতে শার্শার ত্রিমোহনি শামলাগাছি গ্রামের ইমরানের মটরচালিত ভ্যান চুরি হয়, যার মূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। ২০ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে জামতলা বাজারের রিয়াদ ভ্যারাইটি স্টোরের টিনসেডের ছাউনি কেটে নগদ ৩০ থেকে ৪০ হাজার টাকা।
২১শে সেপ্টেম্বর সোমবার রাতে শার্শার বাগআচড়ার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নায়ড়া বাজারের মোহাম্মদ স্টোর থেকে নগত ১ লক্ষ ১৭ হাজার ৫শ টাকা, ৫টি মোবাইল ফোন, গ্রামীন ফোনের রিচার্জ কার্ড, বিভিন্ন ব্রান্ডের দামি সিগারেট চুরি হয়।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় শিমুলিয়া কামারবাড়ি মোড় থেকে কোম্পানির বিক্রয় কর্মি সোহেলকে জিম্মি করে একদল দূর্বৃত্ত ১০হাজার টাকা ছিনিয়ে নেয়। চুরির স্বীকার এমন ভূক্তভোগী ব্যক্তি আছে যাদের দিন আনা দিন খাওয়া। ফলে সর্বশান্ত হচ্ছে ছোটখাটো ব্যবসায়ী ও সাধারণ খেটে খাওয়া মানুষ। এত অপরাধ কর্মকাণ্ড সম্পর্কিত প্রশাসনকে অবহিত করলেও এর কোন সুরাহা হয়নি। প্রকৃতভাবে তদন্ত না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সংঘবদ্ধ চোরচক্র বীরদর্পে তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দেদারছে। ফলে সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরির মত অপরাধ কর্মকাণ্ড।