শেরপুর : শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবরদীতে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের অপমৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইগাতি উপজেলার দুধনই গ্রামের মনিন ম্রং (৭২) তার মেয়ের বাড়িতে গিয়ে মোবাইল ফোন চার্জ দিতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার হেরুয়া বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।