নালিতাবাড়ী (শেরপুর) : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আ’লীগ নেতা এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আ’লীগ নেতা গোপাল চন্দ্র সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, আ’লীগ নেতা আক্তারুজ্জামান, ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ তালুকদার মুকুল, নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।