1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

হালুয়াঘাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : “তথ্য অধিকার সংকটে হাতিয়ার” এবং “সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় নতুন সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবিরুল ইসলাম বেগ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্না ঘোষ, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তথ্য সম্বন্ধে সচেতন হওয়া, রাষ্ট্রের জন্য হুমকি নয় এমন তথ্য পাওয়া এবং সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য নিয়ে সকল কাজ করা উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com