নালিতাবাড়ী (শেরপুর) : প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
সোমবার দুপুরে শহরের কাচারীপাড়া রোডস্থ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের একাংশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যাগে দিবসটি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সহসভাপতি বিপ্লব কুমার বর্মন, আওয়ামী লীগ নেতা মুক্তারুজ্জামান মুক্তার, নাজিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আব্দুল ওয়াহাব, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন রিপন, শ্রমিক নেতা আব্দুল হান্নান তুলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে ও দোয়ার আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভ কামনা করা হয়।