ঝিনাইগাতি (শেরপুর): বন্যহাতির তান্ডবে বিনষ্ট হয়ে গেছে প্রায় দেড় একর জমির উঠতি আমন ফসল। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া আমজাদ মোড়া পাহাড়ে এ তান্ডব চালায় বন্যহাতির দল।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কৃষকদের আমন ধান ইতিমধ্যেই পেকে গেছে। অনেকেই কাটতে শুরু করেছেন। এরই মধ্যে শনিবার দিবাগত রাত নয়টার দিকে প্রায় ত্রিশটির মতো বন্যহাতির একটি দল বাকাকুড়া গ্রামের আমজাদের মোড়া পাহাড়ে তান্ডব চালায়। এসময় ওই এলাকার কৃষক আবু সামার প্রায় ৭৫ শতক, আনোয়ারের প্রায় ২৫ শতক ও জসিম উদ্দিনের প্রায় ২৫ শতক জমির পাকা আমন ধান খেয়ে ও পায়ে মাড়িয়ে একেবারে সাবাড় করে দেয় বন্যহাতির দল। একপর্যায়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হাতির দলটি পাহাড়ে আভ্যন্তরে চলে যায়।