1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

নকলায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০

শফিউল আলম লাভলু, নকলা : শেরপুরের নকলায় ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ৪শ২০জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এর আগে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকরাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!