ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের দিনমজুর জালাল সিকদার (৬০) বাবুই পাখির ছানাগুলো মেরে ফেলার দায় স্বীকার করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
শনিবার (১০ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)অফিসে বসে সকলের কাছে ক্ষমা চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন— নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ সাখাওয়াত হোসেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহম্মদ আলী আহমেদসহ ভৈরবপাশা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।