ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে ১২ ও ১৩ এপ্রিল।
রোববার (১১ এপ্রিল) তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।