টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় ‘বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলা’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সুফিয়া নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৩ জনের মধ্যে ২ জন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহআলম (৩২)। নিহত আরেক জনের নাম জানা যায়নি।
সুফিয়া নাসরিন জানান, টিনভর্তি একটি ট্রাকে পাঁচ জন উঠে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাক চরবাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে টিনচাপা খেয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। যে ট্রাকের তিন জন মারা গেছেন, ওই ট্রাক জব্দ করা হয়েছে। অন্য ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।