1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুন, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধের উপরে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে বে-সরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) লালুয়া শাখার উদ্যোগে ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, কোডেক’র পটুয়াখালী সিনিয়র জোনাল ব্যবস্থাপক মোস্তাহিদুর রহমান নাঈম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা ও লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস ও এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদান এ অনুষ্ঠানে বক্তারা লালুয়া ইউনিয়নের বিধ্বস্ত দীর্ঘ আট কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। একই সাথে প্লাবিত এলাকার বিপর্যস্ত মানুষের সূপেয় পানি সঙ্কট নিরসনে পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!