ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীতে “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় বিনা উদ্ভাবিত তেল জাতীয় ফসলের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র নালিতাবাড়ী ব্যবস্থাপনায় ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে এ কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উর্ধত্বন বৈজ্ঞানিক ও বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদ, বিনা ময়মনসিংহ (গবেষণা) পরিচালক ডঃ আব্দুল মালেক, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডঃ মোহিত কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।
কৃষক প্রশিক্ষণে বক্তারা তাদের বক্তব্য, কৃষিই সমৃদ্ধি “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” প্রকল্পের আওতায় বিনা উদ্ভাবিত তেল জাতীয় ফসলের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক তাৎপর্য তোলে ধরেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, নালিতাবাড়ী বিনা উপকেন্দ্র (বৈজ্ঞানিক কর্মকর্তা) ফয়সাল আহম্মেদ, কনিষ্ঠ পরীক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান প্রমুখ।