সুনামগঞ্জ: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকা গোলাবাড়ি ক্যাম্পের পাশের কান্দা থেকে বুনো মেছো বাঘ পিটিয়ে মেরেছেন এলাকাবাসীরা। মঙ্গলবার (৮ জুন) দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকার গোলাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোলাবাড়ি গ্রামের সামরান মিয়ার সন্তানরা হাওরে বের হলে মাঝে মধ্যে মেছোবাঘ দেখতে পায়। দুপুরে মেছোবাঘটিকে ফের দেখতে পেয়ে সামরান মিয়ার নেতৃত্বে একদল লোক ধাওয়া করে বাঘটিকে কুচ দিয়ে ঘাঁ মেরে আহত করে পিটিয়ে হত্যা করে।
মেছোবাঘটি দৈর্ঘ্য তিনফুট ও উচ্চতায় দুই হাত লম্বা বলে জানা গেছে। পরে প্রানীটি হত্যার পর উল্লাস করার ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান কবির জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একসময় টাঙ্গুয়ার হাওরে এ ধরনের মেছোবাঘ প্রচুর দেখা গেলেও এখন বন-জঙ্গলের পরিধি কমার ফলে এ প্রজাতি বিলুপ্তির পথে।