নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলায় নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ যোগদান করেছেন। আজ (৯জুন) বুধবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি। এর আগে তিনি কিশোরগঞ্জের কমিরগঞ্জ উপজেলায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস সরকারি আদেশে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলী হওয়ার স্থলাভিষিক্ত হলেন এই কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
জানাযায়, কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ৩২তম বিসিএসের মাধ্যমে ২০১৩ সালে চাকুরীতে প্রবেশ করে নোয়াখালীর চাটখিল উপজেলায় তার কর্মজীবন শুরু করেন।