শেরপুর: আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য ও শেরপুরের সদরের চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদুজ্জামান এর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ৯ জুন বুধবার দুপুরে শেরপুরের চরমোচারিয়া ইউনিয়নে জেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে খোরশেদুজ্জামান’র কবর জিয়ারত তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাজেদুল হক মিনু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারের সার্বিক খোজ খবর নেন হুইপ আতিক।
উলেখ্য , ৬ জুন রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন তিনি , পরে তার নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়।