স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার চিথলিয়া এলাকার একাদশ শ্রেনীর এক কলেজ ছাত্রীকে অপহরন করার অভিযোগে মুন্নাফ (১৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। বুধবারে (৯জুন) ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার কুশমাইল (কড়ইতলা) থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্নাফ ওই এলাকার আব্দুর রফিকের পুত্র। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা ছফির উদ্দিন বাদি হয়ে ৩জনসহ আরো অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে নকলা থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয়সূত্রে জানাযায়, মুন্নাফের সাথে ওই কলেজ ছাত্রীর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে ছুটে যায় ওই কলেজ ছাত্রী। এটা মানতে পারেনি মেয়েটির পরিবার।মুন্নাফের পরিবার জানান, তারা দুজন মিলেই এসেছে। যেহুতু তাদের মধ্যে প্রেমের একটা সম্পর্ক গড়ে উঠেছে তাই দুজন মিলেই এসেছিল। কেউ মেয়েটিকে অপরণ করেনি। মেয়েটির পরিবার মিথ্যা অপহরন মামলা দিয়ে ফাসিঁয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার সরকারি নকলা হাজী জালমামুদ কলেজের একাদশ শ্রেনির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মুন্নাফ অপহরন করেছে বলে ওই ছাত্রীর পিতা অভিযোগ করে। আমরা অভিযোগটি পেয়ে মামলা নিয়ে অপহরনকারীকে গ্রেফতারসহ ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করি। গ্রেফতারকৃত মুন্নাফকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।