স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা শুরুর দুই দিন আগে চূড়ান্ত দল ঘোষণা করলো আর্জেন্টিনা। ২৮ জনের মধ্যে জায়গা করে নিতে পারেননি এক সপ্তাহ আগে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের একাদশে খেলা লুকাস ওকাম্পোস। সেভিয়া উইঙ্গারকে সরিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইনজুরিতে মাঠের বাইরে থাকা লুকাস আলারিওকে।
প্রাথমিক দল থেকে ওকাম্পোস ছাড়া আরও তিন জন বাদ পড়েছেন। হুয়ান ফয়েথ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও হোসে পালোমিনো ঠাঁই পাননি কোপার দলে। তবে বাদ পড়াদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ওকাম্পোসকে নিয়ে। চিলির বিপক্ষে ১-১ গোলের ড্রর ম্যাচেও ছিলেন ২৬ বছর বয়সী উইঙ্গার।
আসন্ন কোপায় আক্রমণভাগের দায়িত্বে থাকবেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়াকুইন কোরেয়া, সার্জিও আগুয়েরো ও আলারিও।
আলারিও চোট থেকে সেরে না উঠলে শেষ মুহূর্তে ডাক পেতে পারেন রিভার প্লেটের হুলিয়ান আলভারেজ।
এদিকে চার গোলকিপারকেই রেখে দিয়েছেন লিওনেল স্কালোনি। নিয়মিত গোলকিপার ফ্রাঙ্কো আরমানি করোনাভাইরাসে আক্রান্ত হলেও জায়গা ধরে রেখেছেন।
আগামী সোমবার চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন।
চূড়ান্ত দল: গোলকিপার- ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো; ডিফেন্ডার- গনসালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জার্মান পেজ্জেলা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; মিডফিল্ডার- মার্কোস আকুনা, রোদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি ল চেলসো, এক্সেকুয়েল পালাসিওস, গুইদো রোদ্রিগেজ, নিকোলাস ডোমিঙ্গুয়েজ, আলেহান্দ্রো গোমেজ; ফরোয়ার্ড- লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গনসালেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়াকুইন কোরেয়া, লুকাস আলারিও।