নালিতাবাড়ী (শেরপুর): আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শুক্রবার (১১জুন) রাতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক আছমত আরা আছমা, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, সাবেক ছাত্রনেতা ও শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ।