1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

শঙ্কামুক্ত এরিকসেন, সাড়ে ১২টায় পুনরায় শুরু ম্যাচ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : আপাতত শঙ্কামুক্ত মাঠেই লুটিয়ে পড়া ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে, আজ রাতেই মাঠে গড়াবে স্থগিত করা ম্যাচের বাকি অংশ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) আবার শুরু হবে ম্যাচটি।

সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের শঙ্কামুক্ত হওয়ার খবর পেয়ে আজ (শনিবার) রাতেই ম্যাচ খেলতে রাজি হয়েছেন ডেনমার্কের ফুটবলাররা। এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন।

এ সিদ্ধান্ত ম্যাচের ৪৩ মিনিট থেকেই আবার শুরু হবে খেলা। পুনরায় ম্যাচ শুরুর পর প্রথমার্ধের বাকি থাকা চার মিনিটের খেলা হবে আগে। এরপর দেয়া হবে পাঁচ মিনিটের বিরতি। পরে শুরু করে দেয়া হবে দ্বিতীয়ার্ধের খেলা। ইউরো কাপের আয়োজক সংস্থা উয়েফার টুইটবার্তায় জানা গেছে এ খবর।

এদিকে বর্তমানে কোপেনহেগেনের রাইয়োহস্পিটালেটে চিকিৎসাধীন রয়েছেন এরিকসেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন এবং যেকোনো ডাকে সাড়াও দিচ্ছেন এরিকসেন। তবে সতর্কতাস্বরূপ প্রয়োজনীয় সব পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে তার।

সবাইকে হতবিহ্বল করে দেয়া ঘটনাটি ঘটেছে ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যকার ম্যাচের ৪৩ মিনিটের সময়। ফিনল্যান্ডের রক্ষণভাগের সামনে একটি থ্রো-ইন পেয়েছিল ডেনমার্ক। কাছাকাছি থাকায় এরিকসেনের উদ্দেশ্যেই থ্রো-ইনটি করেন সতীর্থ খেলোয়াড়। কিন্তু সেই বল আর রিসিভ করতে পারেননি এরিকসেন।

থ্রো-ইন থেকে আসা বলটি গায়ে এসে লাগার আগেই জ্ঞান হারিয়ে নিথরভাবে মাটিতে আছড়ে পড়েন এরিকসেন। সঙ্গে সঙ্গে মেডিকেল টিমকে ডাকেন ম্যাচের রেফারি ও তার সতীর্থ খেলোয়াড়রা। প্রাথমিকভাবে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে মেডিকেল টিম।

কিন্তু তাতে কোনো কাজ হয়নি। প্রায় দশ মিনিট ধরে সিপিআর ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা দেয়ার পরেও জ্ঞান ফেরেনি এরিকসেনের। তাই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। মাঠ ছাড়ার সময় মুখে অক্সিজেন মাস্ক নিয়েই ওপরের দিকে তাকান এরিকসেন, হাত নেড়ে সাড়াও দেন।

এরিকসেন মাঠের লুটিয়ে পড়ার ঘটনায় ডেনমার্কের খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকদের বেশিরভাগই কান্নায় ভেঙে পড়েন। এ জরুরি অবস্থার কারণে ম্যাচটি আর না চালানোর সিদ্ধান্ত নেয় আয়োজকরা। মাঠের খেলা স্থগিত হওয়ার আগে হওয়া ৪৩ মিনিটে গোলশূন্য ছিল দুই দলই। তবে ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল ডেনমার্কেরই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com