স্পোর্টস ডেস্ক : রোমেলু লুকাকুর জোড়া গোলে ইউরো-২০২০ এর ‘বি’ গ্রুপের ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। তারা ৩-০ গোলে হারিয়েছে রাশিয়াকে।
শনিবার (১২ জুন) দিবাগত রাতে রাশিয়ার ঘরের মাঠ সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পায় বেলজিয়াম। এ সময় গোল করেন রোমেলু লুকাকু। গোল করেই তিনি ক্যামেরার সামনে চলে যান। এরপর আগের ম্যাচে অসুস্থ হয়ে পড়া তার ইন্টার মিলান সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসনকে শ্রদ্ধা জানান। ‘ক্রিস্ট ক্রিস্ট, আই লাভ ইউ’ বলেন।
৩৪ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে বেলজিয়াম। এ সময় থমাস মুনিয়ের গোল করেন। এর মধ্য দিয়ে ইউরোর ইতিহাসে প্রথমার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা প্রথম কোনো খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে রাশিয়া। ধার বাড়ায় আক্রমণের। কয়েকটি সুযোগও তৈরি করে তারা। কিন্তু জালের নাগায় পায়নি। ৮৮ মিনিটের মাথায় লুকাকু তার জোড়া গোল পূর্ণ করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড। তৃতীয় স্থানে ডেনমার্ক। আর চতুর্থ স্থানে রাশিয়া।
এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬ জুন ডেনমার্কের মুখোমুখি বেলজিয়াম। আর ফিনল্যান্ডের মুখোমুখি হবে রাশিয়া।