1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

ইউরো কাপের নকআউটে মুখোমুখি কারা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪, নকআউটের টিকিট পাবে ১৬ দল- শুনতে খুব সহজ মনে হলেও, এ ১৬ দলের নকআউটে ওঠার পথটা সহজ ছিল না মোটেও। গ্রুপপর্বের একদম শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডের পুরো ১৬ দলের নাম জানতে।

বুধবার রাতে ড্র হয়েছে এফ গ্রুপের শেষ দুইটি ম্যাচই। একদিকে ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স ও পর্তুগাল। আর অন্য ম্যাচে একই ব্যবধানে অমীমাংসিত থেকে জার্মানি-হাঙ্গেরি লড়াই। এ ফলের পর নকআউটের টিকিট নিশ্চিত হয়েছে ফ্রান্স (গ্রুপ চ্যাম্পিয়ন), জার্মানি (দ্বিতীয়) ও পর্তুগালের (তৃতীয়)।

এফ গ্রুপের খেলা শেষেই চূড়ান্ত হয়েছে কোন ১৬ দল খেলবে ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডে। ছয় গ্রুপের শীর্ষ দল অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে যথাক্রমে ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স। এ ছয় গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে যথাক্রমে ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, স্পেন ও জার্মানি।

পাশাপাশি টুর্নামেন্টের ফরম্যাটের কারণে ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ চার দলকেও দেয়া হয়েছে নকআউটের টিকিট। আর এ নিয়মের সুবাদেই বেঁচে গেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। তারা ছাড়াও শীর্ষ চার তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা পেয়েছে ইউক্রেন, সুইজারল্যান্ড ও চেক রিপাবলিক।

গ্রুপপর্বের লড়াই শেষে এখন দুইদিনের বিরতি পাচ্ছে ইউরো কাপের দলগুলো। কোনো খেলা নেই বৃহস্পতি ও শুক্রবার। আগামী শনিবার থেকে শুরু হবে নকআউট পর্বের লড়াই। যেখানে প্রথম ম্যাচে লড়বে ওয়েলস ও ডেনমার্ক। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

একইদিন দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ইতালি ও অস্ট্রিয়া। পরদিন রাত ১০টায় লড়বে নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক। সেদিন দিবাগত রাত ১টায় পর্তুগালের প্রতিপক্ষ বেলজিয়াম। পরে সোমবার রাত ১০টায় হবে স্পেন-ক্রোয়েশিয়া ম্যাচ। সেদিন দিবাগত রাত ১টায় খেলবে ফ্রান্স ও সুইজারল্যান্ড।

নকআউট পর্বের শেষ দুই ম্যাচ হবে মঙ্গলবার। সেদিন বাংলাদেশ সময় রাত ১০টায় খেলবে ইংল্যান্ড ও জার্মানি। জমজমাট এ ম্যাচের পর দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে মঙ্গলবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে সুইডেন ও ইউক্রেন। এই আট ম্যাচের জয়ী দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

একনজরে ইউরো কাপের শেষ ষোলোর লাইনআপ

ওয়েলস বনাম ডেনমার্ক
ইতালি বনাম অস্ট্রিয়া
নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক
বেলজিয়াম বনাম পর্তুগাল
ক্রোয়েশিয়া বনাম স্পেন
ফ্রান্স বনাম সুইজারল্যান্ড
ইংল্যান্ড বনাম জার্মানি
সুইডেন বনাম ইউক্রেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com