স্পোর্টস ডেস্ক : রহমতগঞ্জের বিপক্ষে বসুন্ধরা কিংস জিতবে, সেটা অনুমিতই ছিল। দুই দলের শক্তির যে পার্থক্য, তাতে কিংস জয় না পেলেই বরং অঘটন হতো। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নরা ২-১ গোলে জিতে থাকলো জয়ের ধারাতেই। প্রিমিয়ার লিগে পনেরতম জয়ে শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে গেল অস্কার ব্রুজোনের দল।
তবে এই ম্যাচের আগে আলোচনায় ছিলেন এলিটা কিংসলে, যিনি কিছুদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন বৈবাহিকসূত্রে। সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশের ফুটবলার হিসেবে অভিষেক ও মাঠে নেমেই গোল-সবকিছু ছাপিয়ে সেটাই ছিল এই ম্যাচের প্রধান আলোচনায়।
একাদশে নেমে কিংসলে ২৯ মিনিটে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন। কোচ তাকে ৫৯ মিনিট পর্যন্ত খেলিয়েছেন। এরপর কিংসলেকে বদলে কোচ মাঠে নামিয়েছিলেন ব্রাজিলিয়ান রবসন ডি সিলভাকে।
কিংসলের গোলে এগিয়ে যাওয়া বসুন্ধরা কিংসকে ঝাঁকুনি দিয়েছিল রহমতগঞ্জ। ১০ মিনিটের মধ্যেই রহমতগঞ্জের আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রিমে দারুণ এক গোল করে ম্যাচে সমতা এনেছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত পুরোনো ঢাকার দলটি আটকে রাখতে পারেনি শক্তিশালী কিংসকে। নতুন বাংলাদেশি এলিটার পর দলের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা।
এতে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পেছনে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল গতবারের চ্যাম্পিয়নরা। ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানেই পড়ে রইল রহমতগঞ্জ।