স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরো-২০২০ এর শেষ ষোলোর ম্যাচে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডেনমার্ক। ইউরোর ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে পর পর দুই ম্যাচে চারটি করে গোল করার অনন্য এক রেকর্ড গড়েছে ডেনিশরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাশিয়াকে তারা হারিয়েছিল ৪-১ গোলে।
শুধু তাই নয়, ইউরোর ইতিহাসে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা প্রথম দল ডেনমার্ক। যারা ১৭ বছর পর শেষ আটে উঠলো। সবশেষ ২০০৪ সালে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল।
ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে (২৬ জুন) জার্মানিকে হারিয়ে ইউরো-৯২ জিতেছিল ডেনমার্ক। সেই একই দিনে ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো তারা।
নেদারল্যান্ডসের আমস্টারডামের জন ক্রুইফ স্টেডিয়ামে শনিবার রাতে এমন জয়ে জোড়া গোল করেছেন কাসপার ডলবার্গ। গোল করেছেন জোয়াকিম মায়েহলে ও মার্টিন ব্রেথওয়েট।
পুরো ম্যাচে ওয়েলসের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলেছে ডেনমার্ক। যেটা পরিস্কার বোঝা যাচ্ছে পরিসংখ্যানে। ম্যাচের ৫১ শতাংশ বলের দখল ছিল ডেনিশদের কাছে। তারা অনটার্গেটে ৮টি শট নিয়েছিল। তার মধ্য থেকে ৪টি গোল হয়। অন্যদিকে ওয়েলস অনটার্গেটে মাত্র ১টি শট নিয়েছিল। ডেনমার্ক কর্নার পেয়েছিল ৯টি। অন্যদিকে ওয়েলস পেয়েছে মাত্র ১টি।
আমস্টারডামে ম্যাচের ২৭ মিনিটে ডলবার্গের গোলে লিড নেয় ডেনিশরা। বিরতির পর ৪৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ডেনমার্ককে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। এরপর ৮৮ মিনিটে জোয়াকিম মায়েহেলে ও ৯০+৪ মিনিটে ব্রেথওয়েট দর্শনীয় দুটি গোল করে বড় ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে তোলেন দলকে।
অবশ্য ৯০ মিনিটে ওয়েলসের হ্যারি উইলসন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু তার আগেই উজ্জীবিত ডেনমার্কের কাছে অসহায় আত্মসমর্পণ করে ওয়েলস। তাতে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো গ্যারেথ বেলদের।