টাঙ্গাইল: করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪১৩ জনের। যা এক দিনে সর্বোচ্চ।
মঙ্গলবার (৬ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে জানান, ৫ জুলাই সকাল ৬টা থেকে ৬ জুলাই সকাল ৬ টা পর্যন্ত ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৩৫ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, হাসপাতালে করোনা পজিটিভ ৭৮ জন ও উপসর্গ নিয়ে ৬৫ জন ভর্তি আছেন। ২৪ ঘণ্টায় পাঁচ জন করোনায় আক্রান্ত হয়ে ও দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন।