কক্সবাজার: বিয়ের পিঁড়িতে বসার দুইদিন আগে কক্সবাজারে এক তরুণীকে এসিড ছুঁড়ে দগ্ধ করেছে দুর্বৃত্তরা। আগামী শুক্রবার (৯ জুলাই) তার বিয়ের দিন নির্ধারিত আছে।
মঙ্গলবার (৬ জুলাই) ভোরে ঘরের বাইরে বের হলে তার ওপর এসিড নিক্ষেপ করা হয়। দগ্ধ তোইওবা বেগম (১৭) রামু উপজেলার দুর্গম গর্জনিয়ার মাঝিরঘাট এলাকার মোজাফ্ফর আহমদের মেয়ে।
মা নূর আয়েশা বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বাদশা মিয়ার ছেলেরা চেহারা নষ্ট করে দেওয়ার জন্য আমার মেয়ের মুখে এসিড ছুঁড়ে মারে। অনেকদিন আগে আমার ছেলে বাদশা মিয়ার বাড়িতে কাজ করতো। কাজের পাওনা টাকার জন্য গেলে আমার ছেলে উপর ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। সেই তখন থেকে আমার পরিবারের সবাইকে শত্রুর মতো আচরণ করে তারা।’
নূর আয়েশা আরও বলেন, ‘আগামী শুক্রবার আমার মেয়ে বিয়ের দিন ধার্য হয়েছে। এর আগে আমার মেয়েকে বউ করে না নেওয়ার জন্য তার হবু শ্বশুরবাড়িতে চাপ দেয় বাদশা মিয়া। তার কথা না শুনে মেয়ের বিয়ের দিন ঠিক করলে তারা আজ ভোরে আমার বাড়ির উঠানে এসে এ কাণ্ড ঘটায়।’ এসিডে দগ্ধ তোইওবা কক্সবাজার সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
রামু থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, এসিড নিক্ষেপের খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।