বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৪৪৪ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন রাজশাহী জেলায়, ১৮১ জন।
এদিকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৪৩ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৪৮৬ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ৭ হাজার ৭৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ওয়ার্ডগুলোতে ভর্তি হয়েছেন ২১৮ জন। বিভাগে হাসপাতালের বাইরে বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন করোনায় আক্রান্ত ১২ হাজার ৪২৬ জন।