ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৪৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬১। একই সময়ে বিভাগে করোনায় মারা গেছেন ১০ জন। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলমের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেরপুর জেলায় ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন, জামালপুরে ২৫৭ জনের মধ্যে ৫০ ও নেত্রকোনায় ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগে করোনায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে জামালপুরের ৫, ময়মনসিংহের ২, শেরপুরের ২ ও নেত্রকোনায় ১ জন রয়েছেন। প্রতিদিনই ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ও শনাক্তের হার বাড়ছে।