স্পোর্টস ডেস্ক : বেন স্টোকসের নেতৃত্বে দ্বিতীয় সারির ইংল্যান্ড দল প্রথম ওয়ানডেতে উড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে। তবে দ্বিতীয় ম্যাচে ইংলিশদের আড়াইশ’র আগে আটকে দিয়েছে সফরকারিরা।
লর্ডসে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন হাসান আলি। পাকিস্তানের ডানহাতি এই পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। ফলে ইনিংসের ২৮ বল বাকি থাকতেই ২৪৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেন স্টোকসের দল। ২১ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন ডেভিড মালান আর জ্যাক ক্রলি। দুজনই করেন শূন্য।
সেখান থেকে ৯৭ রানের জুটি ফিল সল্ট আর জেমস ভিন্সের। মারকুটে ব্যাটিং করা সল্ট ৫৪ বলে ১০ বাউন্ডারিতে ৬০ রান করে বোল্ড হন সউদ শাকিলের বলে। এরপরই যেন মরক লেগে যায় ইংল্যান্ডের ইনিংসে।
দুই ওভার পর ফেরেন আরেক হাফসেঞ্চুরিয়ান ভিন্স (৫২ বলে ৮ চারে ৫৬)। এরপর টানা দুই ওভারে ৩ উইকেট তুলে নেন হাসান আলি। ২৬তম ওভারে বেন স্টোকসকে (২২) বোল্ড করেন। এক ওভার পর এসে বোল্ড করেন জন সিম্পসনকে (১৭), তারপর উইকেটের পেছনে ক্যাচ বানান ক্রেইগ ওভারটনকে (০)।
১৬০ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলেছেন সাত নম্বরে নামা লুইস গ্রেগরি আর নয় নম্বর ব্যাটসম্যান ব্রাইডন কার্সে। অষ্টম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তারা।
সেট এই দুই ব্যাটসম্যানকে টানা দুই ওভারে আউট করেন হারিস রউফ। গ্রেগরি ৪৭ বলে ৪০ রান করে হন ফাখর জামানের ক্যাচ, কার্সে ৪১ বলে ৩১ রানে বোল্ড।
এরপর শেষ ব্যাটসম্যান সাকিব মাহমুদকে তুলে নিয়ে নিজের ফাইফার পূর্ণ করেছেন হাসান আলি। ডানহাতি এই পেসার ৫১ রান খরচায় নেন এই ৫ উইকেট।
জবাব দিতে নেমে খুব একটা ভালো নেই পাকিস্তানও। ২৫ রানের মধ্যে তারা হারিয়ে বসেছে ওপেনার ইমাম উল হক (১) আর ব্যাটিং ভরসা বাবর আজমকে (১৯)।