1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

মাইলফলকের ম্যাচে ‘বড় মাছ’টি ধরলেন মাহমুদউল্লাহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের মাইলফলকের ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে বল হাতেই দলকে আনন্দে ভাসালেন এ ৩৫ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে দলের ‘বিগ ফিশ’ ব্রেন্ডর টেলরকে সাজঘরে পাঠিয়েছেন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৫শ রানের রেকর্ড গড়েছেন টেলর।

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আনা হয়েছিল মাহমুদউল্লাহকে। সেই ওভারে ২ রান খরচ করেন তিনি। এরপর ১৮তম ওভারে ফের তার হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। আস্থার প্রতিদান দিতে মাত্র ৪ বল নেন মাহমুদউল্লাহ।

সেই ওভারের তৃতীয় বলে সুইপ করতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন টেলর। কিন্তু বল খালি জায়গায় পড়ায় পেয়ে যান ২ রান। কিন্তু চতুর্থ বলে ওভার দ্য টপ খেলতে গিয়ে ধরা পড়ে যান মিড অফে দাঁড়ানো তামিমের হাতে। ফলে সমাপ্তি ঘটে ৩৯ বলে ৩ চারের মারে খেলা ২৮ রানের ইনিংসের।

চলতি সিরিজের প্রথম ম্যাচটিতে পাঁচ নম্বরে নেমে দলের পক্ষে একমাত্র ফিফটি করেছিলেন রেগিস চাকাভা। দ্বিতীয় ম্যাচে তাকে নামানো হয়েছে তিন নম্বরে। আর আজ প্রমোশন পেয়ে ইনিংস সূচনার দায়িত্বই বর্তায় এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের কাঁধে।

ওপেনিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনেই খেলেন চাকাভা। তবে সাইফউদ্দিনের করা দ্বিতীয় ওভারে আত্মবিশ্বাসী শটে জোড়া বাউন্ডারি হাঁকান তিনি। এরপর মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের বিপক্ষেও সাবলীল ব্যাটিং করেন তিনি। যার সুবাদে জিম্বাবুয়ের শুরুটাও হয়েছিল বেশ ভালো।

মনে হচ্ছিল, প্রায় তিন বছর পর প্রথম উইকেটে ৫০ রানের জুটি গড়তে পারবে জিম্বাবুয়ে। কিন্তু নবম ওভারে আক্রমণে এসে তা আর হতে দেননি সাকিব। বাঁহাতি ওপেনার মারুমানিকে ফিরিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম সাফল্য।

উদ্বোধনী জুটিতে শুরুটা বেশ ভালোই করেছিলেন রেগিস চাকাভা ও তাদিওয়ানাশে মারুমানি। প্রথম ৮ ওভারে কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে আক্রমণে এসেই দলকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন সাকিব আল হাসান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করছিলেন চাকাভা। অপরপ্রান্তে মারুমানি ছিলেন খানিক নড়বড়ে। যার ফায়দাই নিয়েছেন সাকিব। তিনি হালকা ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে সুইপ শটে প্রলুব্ধ করেন মারুমানিকে। আর সেই ফাঁদে পা দিয়ে লেগ বিফোর আউট হয়েছেন মারুমানি।

আউট হওয়ার আগে খেলা ১৯ বলে ৮ রান করতে পেরেছেন জিম্বাবুয়ের বাঁহাতি ওপেনার মারুমানি। এরপর যখন মনে হচ্ছিল প্রাথমিক চাপ সামাল দিয়ে ফেলেছেন চাকাভা ও টেলর, তখনই আঘাত হানলেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় উইকেটে ৯ ওভারে ৪২ রান যোগ করেছেন এ দুজন।

টেলর ফিরে গেলেও ব্যক্তিগত ফিফটির সম্ভাবনা জাগিয়েছেন চাকাভা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৯২ রান। চাকাভা ৫২ বলে ৪১ ও চার নম্বরে নামা ডিয়ন মায়ার্স ১০ বলে ৯ রানে অপরাজিত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com