স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করতে সাকিব আল হাসান ব্যাটে-বলে ছিলেন অনন্য। সিরিজে বল হাতে আট উইকেট নেওয়ার পুরস্কারও পেলেন সবশেষ প্রকাশিত আইসিসির র্যাংকিংয়ে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশে জেতে ১৫৫ রানে। ২৭৬ রান করার পর তারা জিম্বাবুয়েকে অলআউট করে ১২১ রানে। যাতে সাকিব ৯.৫ ওভার বল করে ৩ মেডেনসহ ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। এছাড়া পরের দুই ম্যাচে নেন আরও তিন উইকেট।
সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে সাকিবের হাতে। একই সঙ্গে বল হাতে দারুণ অবদান রাখায় ওয়ানডের বোলার র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে গেছেন সাকিব। আবারও জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। তার অবস্থান আট নম্বরে। আগের মতোই ওয়ানডের অলরাউন্ডার তালিকায় শীর্ষে এই বাঁহাতি।
এছাড়া দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রান করে ম্যাচ জয়ে অবদান রেখেছেন সাকিব। সব মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১৪৫ রান। ব্যাটসম্যান র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে তার। উঠে গেছেন ২৮ নম্বরে।