1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠাতে বাধা, সংঘর্ষে আইনজীবী নিহত সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ

টোকিওতে বাংলাদেশের দুই সাঁতারুর অনুশীলন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : টোকিওতে ছোট হয়ে আসছে বাংলাদেশ কন্টিনজেন্ট। ইতিমধ্যে গেমসের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ও আরচার রোমান সানা। শ্যুটার বাকি দেশে ফিরলেও রোমান সানা রয়ে গেছেন টোকিওতে।

এখনও খেলা বাকি আরচার দিয়া সিদ্দিকী, দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং অ্যাথলেট জহির রায়হানের। আরচার দিয়া সিদ্দিকী ব্যক্তিগত রিকার্ভে খেলবেন বৃহস্পতিবার।

দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ তাদের নিয়মিত ওয়ার্মআপের অংশ হিসেবে বুধবার টোকিওতে সেরেছেন তাদের আরেকটি অনুশীলন সেশন।

মার্চপাস্টে জাতীয় পতাকা বহনের জন্য আরিফুল আগেই টোকিও গেছেন। জুনাইনা গেছেন পরে। সাঁতারুরা সকাল-বিকেল দুই সেশন করে অনুশীলন করছেন। আরিফুল এ পর্যন্ত ১১ সেশন এবং জুনাইনা ৪ সেশন অনুশীলন করেছেন।

দুই সাঁতারুই অংশ নেবেন ৫০ মিটার ফ্রিস্টাইলে। ৩০ জুলাই প্রতিযোগিতার চার নম্বর হিটে অংশ নেবেন আরিফুল ইসলাম এবং জুনাইনা আহমেদ অংশ নেবেন ৩ নম্বর হিটে।

অ্যাথলেট জহির আহমেদ ৪০০ মিটার হিটে অংশ নেবেন ১ আগস্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com