স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে ব্লকবাস্টার চুক্তির জন্য আর্থিক সামঞ্জস্যতা করতে ১০ খেলোয়াড়কে নাকি ছেড়ে দেবে প্যারিস সেন্ট জার্মেই।
বার্সেলোনার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্কের অবসান হয়েছে। তার পরবর্তী গন্তব্য হিসেবে এখন কেবল পিএসজির নামই শোনা গেছে।
এই পরিস্থিতিতে দ্য অ্যাথলেটিক রিপোর্ট করেছে, ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফারের জন্য আর্থিক সামঞ্জস্যতা করতে চায় পিএসজি। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডের কারণে বাণিজ্যিকভাবে লাভবান হবে তারা। তারপরও বেতন বিলের ভারসাম্যতা নিয়ে শঙ্কায় ফরাসি চ্যাম্পিয়নরা।
এজন্য ১০ খেলোয়াড়কে বিক্রি কিংবা ধারে অন্য ক্লাবে পাঠানোর কথা ভাবছে পিএসজি। গুঞ্জন উঠেছে, আব্দু দিয়াল্লো, থিলো কেহরার, ইদ্রিসা গুয়েই ও রাফিনহাকে ছেড়ে দিচ্ছে। মাউরো ইকার্দি ও অ্যান্ডার হেরেরা থাকতে চাইলেও তাদের রাখার পক্ষে নয়।
শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রেখে দুই বছরের জন্য প্রাথমিকভাবে স্বাক্ষর করবেন মেসি।