1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৩ ও স্বতন্ত্র ৪ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের ৩ জন ও স্বতন্ত্র ৪ জন প্রার্থীকে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়।
প্রশাসনের কঠোর নজরদারিতে কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সুষ্ঠভাবে উপজেলার ৭টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিতা হয়। নির্বাচনে ৭টি চেয়ারম্যান পদের বিপরিতে ২৬ জন ভোট যুদ্ধে অংশগ্রহন করেন। রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী।
ফলাফল : ১নং এলুয়াড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মওলানা নবীউল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুস সালাম প্রামানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৬০ ভোট।
২নং আলাদিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসমুশ সাখির (বাবলু) চশমা প্রতিক নিয়ে ৫ হাজার ৩২৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী সুকান্ত সরকার (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮৫ ভোট।
৩নং কাজিহাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মানিক রতন নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ১৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আশরাফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৮৩ ভোট।
৪নং বেতদিঘী ইউনিয়নে শাহ মোঃ আব্দুল কুদ্দুস নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী  মোঃ মেজবাউল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৩২ভোট।
৫নং খয়েরবাড়ী ইউনিয়নে মোঃ এনামুল হক নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৭২২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ মঞ্জুরুল হক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৪৩ ভোট।
৬নং দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ৫ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৬৬ভোট।
৭নং শিবনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ ছামেদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৮৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৮২ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!