মানুষ
ব্লাড ব্যাংকে রক্ত খুঁজে
কেউতো খুঁজেনা জাত,
ক্ষুধার্ত পেট ধর্ম বুঝেনা
চায় যে রে দু’মুঠো ভাত।
হিন্দু মুসলিম, ফর্সা কালো
রক্ত সবারই লাল,
তবুও কেন বৈষম্যের খেলা
চলবে আর কত কাল!
জাত আর ধর্মে বিভেদ কেন
খোঁজোরে ভাই হয়ে হন্যে,
মানবতা-ই হোক বড় ধর্ম
মানুষ মানুষের জন্যে।