– রুদ্র অয়ন –
তুমি এসো প্রেয়সীতমা,
এক চিলতে মেঘের ভেলায়
এক প্রহরের মিষ্টি ভালোবাসায়।
জলে ভেজা রিমঝিম বৃষ্টি ধারায়।
উদাসী বিকেলে
কিম্বা গোধূলির প্রার্থনায়।
ঘুম ঘুম চেতনায়,
আবেশে জড়ানো
অবসরের আলসেমি অলসতায়।
দিনান্তে অস্তাচল
মুদে আসে কোটরাগত ধূসর চোখে
এসো তুমি কোনও এক ফাঁকে।
এসো কোনও এক
রোদ ঝলমলে বিকেলে
অথবা শ্রাবণ দিনের ভোরে।
তুমি এসে ভালোবেসে
হয় আলো ঝলমলে হাসি দিও
অথবা দু’নয়নে দিও শ্রাবণের ঢল।
তোমার বুকে মাথা রেখে
খুঁজে নিতে দিও এক রাজ্যের সুখ।
নয়তো দু’চোখে শ্রাবণ দিও
শ্রাবণে প্লাবনে একাকী বিরহে
ভেসে যাবো কোনও অজানায়।