বিনোদন প্রতিনিধি : প্রকাশ করা হলো বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজা’র ট্রেইলার। ট্রেইলারেই দর্শক মহলে বেশ প্রশংসা কূড়াচ্ছে ‘সাজা’। অনেকের মতেই সাজা চলচ্চিত্র টি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিবে। নববার্তা ইউটিউব চ্যানেল থেকে রিলিজ দেয়া হয় সাজা’র ট্রেইলার। দর্শকদের মন জয় করেছে সাজা তা দর্শক কমেন্টের মাধ্যমেই জানান দিয়েছে। সবার অপেক্ষা এখন মূল চলচ্চিত্রটি দেখার। দর্শকদের অপেক্ষায় অবসান ঘটিয়ে নববার্তা ইউটিউব কর্তৃপক্ষের ঘোষনা মতে নতুন বছরেই জানুয়ারি ১ তারিখ প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাজা’।
মোঃ জাকির হোসেনের প্রযোজনায়, রিয়েল তন্ময়ের রচনা ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মারুফ সরকার,জান্নাত রোজ, সাকিব, মিষ্টি তানিয়া,সুমন খান সানি, মুনিয়া প্রমুখ। দুলালের চিত্রগ্রহনে পূবাইলের বিভিন্ন লুকেশনে এর দৃশ্য ধারন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ও সম্পাদনায় ছিলেন এনায়েত হোসেন।
– মারুফ সরকার