1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

নীলফামারীতে ডিপিএফ’র উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারী ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর উদ্যোগে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের দাপ্তরিক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।এতে ডিপিএফ’র সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডাঃ মজিবুল হাসান শাহীন চৌধুরী, মশিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সরোয়ার মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান রহিম মঞ্জিল, নীলফামারী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
গণশুনানিতে জেলার প্রাথমিক শিক্ষা, জেলা সমাজসেবা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী নেসকোর বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক ও ডিপিএফ’র সদস্য ফারাহানা ইয়াসমিন ইমুর সঞ্চালনায় সরকারি দপ্তরের মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তরের সেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিপিএফ’র সদস্য ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান।
গণশুনানির প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসের  সহকারী পরিচালক এ.কে.এম. মোতাহার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক, নীলফামারী নেসকো উপ-বিভাগীয় প্রকৌশলী প্রমুখ।
এসময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শামিম আজাদ রিপন, জেলা যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী,দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের সদস্য নাসির উদ্দিন শাহ মিলন, ডিপিএফ’র সদস্য ও গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) এর নির্বাহী পরিচালক রবিউল হাসান রতন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-বৃটিশ কাউন্সিল প্ল্যাটফরমস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের অংশীদারিত্বে এই গণশুনানির আয়োজন করে ডিপিএফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!