স্টাফ রিপোর্টার: প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কৃষিপ্রধান ও খাদ্য উদ্বৃত্ত জেলা শেরপুরের নালিতাবাড়ীতে।
২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব অর্থায়নে বোরো মৌসুমের এ মাঠ দিবস মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের অন্দারুপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বারী, জাকির হোসেন, মোবারক হোসেন প্রমুখ।
এসময় স্থানীয় কৃষক-কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে জানানো হয়, বঙ্গবন্ধু-১০০ জাতের ধান প্রতি একরে (১শ শতাংশ) ৭০ মণ করে ফলন আসে।