1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

নির্বাচন কমিশন অপদার্থ: জাপার মেয়রপ্রার্থী সাইফুল

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুন, ২০২৩

রাজশাহী: ইভিএম মেশিনে ভোটগ্রহণে বিলম্ব হওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) অপদার্থ বলেছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় নগরীর আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএমে ঘণ্টায় ১৩ থেকে ১৪টা ভোট হচ্ছে। শত শত মানুষ রোদে গরমের মধ্যে দাঁড়িয়ে আছে। ভোট নিতে নিতে ইভিএম অচল হয়ে যাচ্ছে। মেশিন যদি অচলই হয়ে যাবে তাহলে এগুলো আনলো কেন? ১০দিন আগে প্রস্তুতি নেয়নি কেন? এই নির্বাচন কমিশন একটা অপদার্থ। ইভিএম এনেছে দেরি করার জন্য। এটা দেরি করার কৌশল।’

সিটি নির্বাচনে অংশ নিলেও জাতীয় পার্টির এই প্রার্থী শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন। ইভিএমে আগে থেকেই ফলাফল প্রস্তুত করে রাখা হয়েছে বলে অভিযোগ তার। তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। সাইফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। এরকম ভালো পরিবেশ শেষ পর্যন্ত থাকলে ফলাফল মেনে নেব।’

তিনি বলেন, ‘আমরা রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। আমিও রাজশাহীর ছেলে। কোনরকম ঝামেলা হবে না। শেষ পর্যন্ত আমি ভোটে আছি। একেবারেই অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হলে আমি শেষ পর্যন্ত ভোটে থাকব।’

বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!