1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

নারী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সালমান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা সালমান খান। দুস্থদের সাহায্যে সব সময় এগিয়ে আসেন এই অভিনেতা। এবার নারী শ্রমিকের পাশে দাঁড়ালেন এই বলিউড সুপারস্টার।

করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। জানা গেছে, মেলগাঁও নামের একটি জায়গা থেকে এমনই নারী শ্রমিকদের ফোন কল পান সালমান। এরপর তার টিম খোঁজ খবর নিয়ে সঙ্গে সঙ্গে মাটি কাটার কাজ করেন এমন ৫০ জন নারী শ্রমিকের সাহায্যের ব্যবস্থা করেন। এই অভিনেতার ম্যানেজার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন সালমান তাদের পাশে সবসময়ই আছেন।

এর আগে ভারতে লকডাউনের কারণে বেকার হয়ে পড়া সিনেমা জগতের টেকনিশিয়ান ও ক্রুদের পাশে দাঁড়ান সালমান। এমন প্রায় ২৫ হাজার মানুষকে টাকা ও খাবার দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইতোমধ্যে সাহায্যের প্রদানের প্রক্রিয়া শুরুও করেছেন এই অভিনেতা।

সম্প্রতি এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাতনীতিবিদ বাবা সিদ্দিকী লিখেছেন, ‘দিন মজুরদের জন্য এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ সালমান খান ও বিয়িং হিউম্যান। মানুষের সাহায্যের ব্যাপারে আপনি সবার চেয়ে এগিয়ে থাকেন, এটি আবারো প্রমাণ হলো। করোনাভাইরাস মোকাবিলায় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। কাউকে আর না খেয়ে ঘুমাতে হবে না।’

সালমান খানের পরবর্তী সিনেমা রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। এতে আরো অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। আসছে ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা পাচ্ছে না বলে জানা গেছে। এছাড়া কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমায় দেখা যাবে সালমানকে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!