1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

ঢাকায় মার্কিনিদের জন্য সতর্কতা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুলাই, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ সতর্কতা জারি করা হয়।

সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের তারিখ যত কাছে আসবে, রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতায় রূপ নিতে পারে।

নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ এড়াতে ও কোনো বড় সমাবেশ থেকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন ও সংবাদমাধ্যম পর্যবেক্ষণে রাখতে হবে।

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের যেসব বিষয় মেনে চলার জন্য উপদেশ দেওয়া   হয়েছে-সেগুলো হলো জনসমাগম ও আন্দোলন এড়িয়ে চলতে হবে। পারিপার্শ্বিক বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে। স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করতে হবে, সতর্ক থাকতে হবে। জরুরি যোগাযোগের জন্য সব সময় আপনার ফোনে চার্জ রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com