ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করেছে পাষন্ড স্বামী। বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দারিয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে আলী বাদশাকে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ দারিয়ারপাড় গ্রামের আলী বাদশা (৪৫) এর স্ত্রী সেলিনা খাতুন (৪০) সাথে বুধবার রাতে স্বামী আলী বাদশার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আলী বাদশা সেলিনা খাতুনকে বেধড়ক মারধর করে ও দা দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আঘাত করে। এতে সেলিনা ঘটনাস্থলেই মারা যায। রাতেই সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ লাশ উদ্ধার করে ও ঘাতক স্বামী আলী বাদশাকে আটক করে।
– মোহাম্মদ দুদু মল্লিক