হালুয়াঘাট (ময়মনসিংহ) : সরকারী নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ময়মনসিংহের হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, পৌর শহরের বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছিলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কসমেটিক্স, জুয়েলারি ও মুদির দোকানসহ ৭ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম বাংলার কাগজকে বলেন, যারা সরকারী নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে এবং রাস্তায় অপ্রয়োাজনে ঘোরাঘুরি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
– মাসুদ রানা