নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং মসলিমদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
এরমধ্যে নয়াবিল ইউনিয়নের দাওদারা কাটাবাড়ি গ্রামে ক্ষুদ্র নৃ-গাষ্ঠীর ৫১ ও মুসলিম ৩৬ পরিবার, আন্দারুপাড়া নদীরপার এলাকায় ২৫ পরিবার, গোড়াগাঁও ইউনিয়নের মেষপাড়ায় ২০ পরিবার, বাঘবেড় ইউনিয়নের শিমুলতলা নদীরপার এলাকায় ৫ পরিবার, শহরের কাচারিপাড়া মহল্লায় ৫ পরিবার, আড়াইআনী মহল্লায় ৫ পরিবার, দক্ষিণ কালিনগর এলাকায় ৫ পরিবার ও মাথাফাটা বাজারে ১০জন চা দোকানদারের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, পিঁয়াজ, চেপা-শুঁটকি ও কাঁচা মরিচ। এসময় উদ্যোক্তা হাজী আমিনুল ইসলাম ছাড়াও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।