শেরপুর : শেরপুর সদর উপজেলার গাজির খামার ইউনিয়নের কেজারপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে বুদ্ধি প্রতিবন্ধি পারভিন আক্তার কে (২৬) খুঁজে পাওয়া যাচ্ছে না।
পারভিন গত ১৬ এপ্রিল ভোরে নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। পরে তার পরিবারের লোকজন তাদের আত্মিয়-স্বজনের বাড়িতে অনেক খুঁজাখুজিঁ করেও কোথাও পায়নি।
এদিকে পারভিনকে খুঁজে না পেয়ে গত ১৯ এপ্রিল পারভিনের বড় বোন সাজেদা বেগম শেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। ডায়রি নং-৮৫০।
ডাইরিতে উল্লেখ করা হয় যে, পারভিনের গায়ের রং ফর্সা ও আনুমানিক উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। পরনে ছিল বেগুনি রঙের প্রিন্টের হাফ হাতা কামিজ ও কালো রঙের সেলোয়ার এবং তার কপালে ও দুই গালে কালো দাগ আছে। সে বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় কথা বলতে পারলেও নাম ঠিকানা কিছুই বলতে পারে না। কোন হৃদয়বান ব্যক্তি যদি ওই মেয়েকে খুঁজে পান তবে নিকটস্থ থানায় জানাতে অথবা তার বোন সাজেদা বেগম এর মোবাইলে (০১৭৯৮-২০৮০৬২) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।